Sub Lead Newsক্রিকেটখেলাধুলা

কোনো দল পাননি সাকিব উত্তর দিলেন শিশির

ঢাকা নিউজ হাব ডেস্ক

এ বছর আইপিএলে কোনো দল পাননি সাকিব আল হাসান। চলতি বিপিএলে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে বিশ্বরেকর্ড গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তারপরও নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। কেনো সাকিব কোন দলে জায়গা পাননি। সে নিয়ে চলছে নানা জলপনা-কল্পনা। তারই উত্তর দিলেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সাকিবের দল না পাওয়ার কারণ উল্লেখ করেছেন সাকিবপত্নী। স্ট্যাটাসে শিশির লিখেছেন, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগেই বলে রাখি, সময়ের আগেই বেশ কয়েকটি দল তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল যে সে পুরো আসর খেলতে পারবে কি না। দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরোটা খেলতে পারতো না। যে কারণে তাকে কেউ দলে নেয়নি।’

দেশের খেলা বাদ দিয়ে সাকিব কেন আইপিএল খেলতে চান, এ নিয়েও চলে সমালোচনা। মাঝেমধ্যে তাকে বলা হয় বিশ্বাসঘাতক! এ বিষয় স্মরণ করে শিশির লিখেন, “এটা কোনো বড় বিষয় নয়। সবসময়ই পরবর্তী বছর আছে। আইপিএলে দল পাওয়ার জন্য তাকে শ্রীলঙ্কা সিরিজ বাদ দিতে হতো। তো তাকে যদি কেউ নিতো, তখনও কি এই কথা বলতেন? নাকি তাকে এরই মধ্যে বিশ্বাসঘাতক বানিয়ে ফেলতেন? আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেওয়ার জন্য দুঃখিত।”

এর আগে আইপিএলের নিলামে দুইবার নাম তোলার পরেও অবিক্রীত থেকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button