
কোন কিছুই নয় অবিনশ্বর
জানি ফেলে আসা পথে আর ফেরা
হবে না কখনও; শুধু ছায়া পড়ে রবে।
পুরাতন বছরের পাপ দুঃখ কস্ট বেদনা
আর কখনও স্পর্শ করবে না তোমাকে
শুধু স্মৃতি হয়ে রয়ে যাবে।
তোমার কৃতকর্ম আর শোধরানো যাবে না কখনও
তবুও কঠিন সত্যের কাছে শুধু হবে মাথা অবনত।
দীঘল রাতের স্বপ্ন যেমন ঘুম ভাঙলেই নিস্ফল
তোমার আমার প্রেম মিলনের এই যে আকুতি
জানিনা তারও হবে কি পরিণাম।
জানি হৃদয়ের আকুলতা ছাড়া হয় না অভিসার
আমাদের নশ্বর এ জীবনে দিন আসে দিন যায়
কত রাত কেটে যায় মায়াবী চাঁদের ইশারায়
প্রেয়সি চাঁদকে নিয়ে লেখা হয় কতনা গল্প কবিতা
ছন্দ পতনের এ মেলায় চাঁদের তাতে কিইবা এসে যায়।
জেনে রেখো পৃথিবীর আসা ষাওয়ার এই খেলায়
তুমি আমি পাপেট শোর মত শুধুই ক্রীড়ানক।
শক্তি দেহ বল ক্ষমতা কোন কিছুই নয় অবিনশ্বর
আর এর কিছুতেই হাত নেই তোমার আমার।।