
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সকল জনপ্রতিনিধি, হেডম্যান, শিক্ষক প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনটহরী ইউনিয়ন পরিষদ মাঠে দরিদ্রদের মাঝে শীত কম্বল বিতরণ করেন নবাগত খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা টাউন হল রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
মাষ্টার মো. মনির হোসেন’র উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসকের জীবনী ও উপজেলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী কমিশনার রুম্পা ঘোষ।
এরপর শিক্ষা ও স্বাস্থ্যে জনবল সংকট, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনচারুল করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.সফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধা জানান। তিনি বলেন, পর্যটন শহর খাগড়াছড়ি জেলা পাহাড়ের পর্যটন প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখে পরিবেশপ্রেমি ও পর্যটকেরা মুগ্ধ।
কম্বল বিতরণকালে তিনটহরী ইউনিয়ন পরিষদ সদস্যগণসহ চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।