সারা বাংলা

খাগড়াছড়িতে সোলার হোম সিস্টেম বিতরণ

আলমগীর হোসেন, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সোলার হোম সিস্টেম বিতরণ হয়েছে। খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ১৮২৮ জনের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে গুইমারা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ আয়োজন করে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “পার্বত্য চট্টগ্রামের প্রত্যান্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প ” শীর্ষক প্রকল্পের উপকার ভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রতিটি সেক্টরে উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পার্বত্যাঞ্চলের ঘরে ঘরে আলো ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পার্বত্যবাসীকে ঐক্যবদ্ধ ভাবে সকলকে এগিয়ে নিতে সম্প্রীতির বন্ধন অটুট রেখে বসবাসের আহ্বান জানান। সে সাথে বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে এ ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগকে জয়যুক্ত করতে কাজ করার আহবান জানান।

এতে বিশেষ অতিথি ছিলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ, খাগড়াছড়ির সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কংজরী চৌধুরী,জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,সুদর্শী চাকমা,খাগড়াছড়ি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুর রহমান,গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপকার ভোগীরা এতে অংশ নেয়।

গুইমারা উপজেলায় ৮কোটি ২১ লক্ষ ৮৬ হাজার ৮শ ৮০ টাকা ব্যায়ে মোট ১৮২৮ জনকে সোলার হোম সিস্টেম বিতরণ করা হবে বলে জানা যায়। তার মধ্যে গুইমারা সদর ইউনিয়নে ৯৭৮ এবং হাফছড়ি ইউপিতে ৮৫০ জনের মধ্যে এ সোলার হোম সিস্টেম বিতরণ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button