Sub Lead Newsরাজনীতি

খালেদা জিয়া বুস্টার ডোজ নিয়েছেন

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

খালেদা জিয়া বুস্টার ডোজ নিয়েছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এ বুস্টার ডোজ টিকা নেন তিনি। নেতাকর্মী পরিবেষ্টিত থাকায় খালেদা জিয়াকে গাড়িতে রেখে টিকা দেওয়া হয়েছে।

বিকেল ৪টা ১৩ মিনিটে বুস্টার ডোজ টিকা নিতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্য রওনা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি। খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আসেন তার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা, গৃহকর্মী ফাতেমা বেগম।

খালেদা জিয়া বুস্টার ডোজ নিয়েছেন। এছাড়া মোট চারজন বুস্টার ডোজ নিয়েছেন। অন্যদের মধ্যে খালেদা জিয়ার পারিবারিক সহকারী রুপা শিকদার, আব্দুর রহিম ও আব্দুল খালেক।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগানে মুখরিত করে তোলে হাসপাতালের আশপাশ। এসময় খালেদা জিয়ার গাড়ি বহরে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গত বছরের ১৯ জুলাই প্রথম ডোজ, ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের ১১ এপ্রিল খালেদা জিয়া করোনায় সংক্রমিত হয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button