
‘গণ’ যোগ ‘তন্ত্র’
এইদেশে ‘গণ’ পুড়ে
ছারখার হলো
কেনো জানি তন্ত্রটা
আজো বেঁচে রলো।
‘গণ’ যোগ ‘তন্ত্র’
দেশে থেকে হওয়া
এইদেশে এই মাল
যাবে নারে পাওয়া।
এককালে এইদেশে
ছিলো গণতন্ত্র
‘গণ’ পুড়ে ছারকার
আছে বোমাযন্ত্র!
বোমা মেরে গদি মিলে
বোমাতে গদি যায়
আম এই জনতারা
শুধু করে হায় হায়।