
গত একদিনে আরও ১১ হাজার মৃত্যু। বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত এক দিনে সারা বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমণের সংখ্যা নেমেছে সোয়া ২০ লাখের নিচে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, স্পেন, পোল্যান্ড, মেক্সিকো, স্পেন ও ইতালি। বিশ্বব্যাপী করোনায় সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৪১ কোটি ৯৯ লাখের ঘর। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৮ লাখ ৮০ হাজার।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সংক্রমণের হয়ে মারা গেছেন ১১ হাজার ১৪২ জন।
ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৮৯৬ জন।
গত একদিনে আরও করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬১৩ জন এবং মারা গেছেন ২৪৪ জন। শুরু থেকে এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৫৪১ জন করোনায় সংক্রমিত হয়েছেন ও ১ লাখ ২১ হাজার ৪৪৭ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৩ জন এবং মারা গেছেন ২ হাজার ১১৭ জন।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৭৯০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৬২২ জন।
স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ২১৩ জন এবং মারা গেছেন ৩৬০ জন।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ১২৯ জন । নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ২৬৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৪৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৪১ হাজার ৯৯৭ জনের।
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৯৯ জন । মারা গেছেন ১৮৩ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন
একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৩৩০ জন এবং মারা গেছেন ২৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯২ হাজার ৪০৬ জন,মারা গেছেন ২৫৮ জন।
একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৭ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন ৩২০ জন।
এছাড়া গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯২ হাজার ৩৪৫ জন, মারা গেছেন ২৮৭ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২০ লাখ ৬৮ হাজার ৬৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৬ হাজার ১৪২ জন মারা গেছেন।
গত একদিনে কলম্বিয়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৩ জন এবং মারা গেছেন ১৪৭ জন।
করোনায় সংক্ররমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। মৃতের সংখ্যার তালিকায় অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৬ জন ও নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৭০৭ জন।
গত এক দিনে পোল্যান্ডে ৩১৬ জন, কানাডায় ১৩২ জন, আর্জেন্টিনায় ১৫৯ জন, গ্রিসে ৯৪ জন, ইরানে ১৮২ জন, জাপানে ২৫৩ জন, রোমানিয়ায় ১২২ জন, চিলিতে ২০১ জন, দক্ষিণ আফ্রিকায় ৪৩৫ জন, ইন্দোনেশিয়ায় ২০৬ জন, হাঙ্গেরিতে ১১৫ জন এবং ভিয়েতনামে ৯০
গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৫২০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৪ হাজার ১২৮ জনের।