Top Newsস্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৯৯৫ জন। মৃত্যু হার ১ দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৮ জন জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জনে। শনাক্তের হার ৫.৫৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৯ শতাংশ।

বুধবার (২৩ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ২৭৪টি নমুনা। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৮৬৭টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৭২ জন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন । শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে আরও ৫ জনের মৃত্যু হয়েছে তন্মদ্ধে পুরুষ ৪ জন ও নারী ১ জন। তারা সবাই ঢাকা বিভাগের।

বয়স ভিত্তিক মৃত্যুতে ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৬ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৮ জন, ৮১-৯০ বছরের মধ্যে ২ জন এবং ৯১-১০০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছিল ১৬ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৯৫ জনের ওইদিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট এই দুই দিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button