Top Newsআন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় ছয় হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ছয় হাজারের বেশি মৃত্যু হয়েছে বিশ্বে। একই সময়ে করোনা ভাইরাসটিতে নতুন করে সংক্রমণের সংখ্যা সাড়ে ১২ লাখের নিচে নেমেছে।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে । এরপরই রয়েছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, তুরস্ক ও ইরান। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪২ কোটি ৬২ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ লাখ ৮ হাজার।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী,  বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয় হাজারের বেশি মৃত্যু হয়েছে।। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার। ছয় হাজার ১৬৩ জন নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৮ হাজার ৯২৩ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২ লাখ ৪৭ হাজার ৭৮৯ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৩২ হাজার।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৭৩৫ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৩৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ২২ হাজার ৭৫৬ জন । মৃত্যু ৩ লাখ ৪৬ হাজার ২৩৫ জন।

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ও প্রাণহানি কিছুটা কমেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ২৮৪ জন ও মারা গেছেন ২৮৭ জন।

ব্রাজিল করোনায় সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩৩৩ জন। নতুন করেসংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৩৭৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ৫৯১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৬৯৫ জনের।

জার্মানিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৮২৪ জন । মারা গেছেন ১৪৯ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ২৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২২ হাজার ৪০ জন মারা গেছেন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ২৩০ জন ও নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫৪২ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৪০৯ জন ও মারা গেছেন ১৫ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮৬ লাখ ৫৪ হাজার ৫৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬০ হাজার ৬১০ জন মারা গেছেন।
ইউক্রেনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৫৬২ জন, মারা গেছেন ১২৭ জন।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ২৬ জন, মারা গেছেন ২৬৮ জন।
ইতালিতেকরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৪০৮ জন ও মারা গেছেন ২০১ জন।

ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৯৫ জন এবং মারা গেছেন ২৮৩ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৩ লাখ ৪ হাজার ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৬৬২ জন ।

কলম্বিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯১০ জন, মারা গেছেন ৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ১৬ জন, আর্জেন্টিনায় ১৭৩ জন, গ্রিসে ৯০ জন, ইরানে ২৩৬ জন, জাপানে ১৮৫ জন, রোমানিয়ায় ৮৫ জন, চিলিতে ১৪৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১৩৭ জন, ইন্দোনেশিয়ায় ১৭৬ জন এবং ফিলিপাইনে ৭৯ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১৬৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৫ হাজার ৬৮৮ জনের।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button