গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে নৌকা প্রার্থী আবুল হাসেমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী এলাকা পরিদর্শন করে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কুমিল্লার চান্দিনায় বরকইট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াছমিনএ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নৌকা প্রার্থী আবুল হাসেম তার গাড়িতে (ঢাকা মেট্রো-চ- ১৬-১৭৩০) পুলিশ, ডিবি ও বিজিবি স্টিকার লাগিয়ে ভোট পরিদর্শন করছেন। খবর পেয়ে ইউনিয়নের বরকইট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা কারা হয় ও তার গাড়ি চালক আলী আজ্জমকে ৭ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।