Sub Lead Newsবিনোদন

গীতিকার কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন

প্রতিবেদক,বিনোদন

গীতিকার কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ অনেকদিন ধরেই ধানমন্ডির একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন তিনি।

কাওসার আহমেদ চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পারিবারিক ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু।

তিনি জানান, আজ রাত পৌনে ১০টায় কাওসার আহমেদ চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। তিনি করোনাতেও সংক্রমিত ছিলেন।

তিনি বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন । একজন জ্যোতিষী হিসেবেও জনপ্রিয় ছিলেন কাওসার আহমেদ চৌধুরী।

দেশের বেশ কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পীর জন্য গান লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’ ,কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে উল্লেখযোগ্য।

কাওসার আহমেদ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। এছাড়া এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button