
খাগড়াছড়ির গুইমারায় কূয়া খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে,রোববার সকালে গুইমারা উপজেলার ২নম্বর হাফছড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাফছড়ি গ্রামের ফুল মিয়ার কনিষ্ঠ পুত্র মো. বেলাল হোসেন (৩০) স্ত্রী আয়শা বেগমকে নিয়ে বাড়ির পাশে খাবার পানির জন্য কূয়া খনন করতে যায়।
বেলা ১২ টার আগে স্ত্রী স্বামীর জন্য দুপুরের খাবার নিতে ঘরে আসে এবং ফিরে গিয়ে কূয়ার মধ্যে মাটিচাপা স্বামীর শরীর দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন ছুটে এসে মরদেহ উদ্ধার করেন।
মাটিচাপা পড়া বেলাল হোসেনকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. মহি উদ্দীন মৃত্যু ঘোষণা করেন। ওই গ্রামের বয়োবৃদ্ধ ফুল মিয়ার ৭পুত্র সন্তানের মধ্যে নিহত বেলাল হোসেন সবার ছোট। তার সংসারে ১পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে।
নিহতের ভাই মিরাজ হোসেন জানান, খরা মৌসুমে খাবার পানির সংকটে থাকি আমরা। অনেক দূরে যেয়েও বিশুদ্ধ পানি জুটেনা। আজ সকালে আমাদের সকলের ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে কূয়া খনন করতে গিয়ে অকালে ঝড়ে গেল।
হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মহি উদ্দীন জানান, মাটিচাপায় নিহত মো. বেলাল হোসেন হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।