
গুলশানের আগুন নিয়ন্ত্রণে আনে লেকের পানি নিয়ে । গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে। রাত ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন নেভাতে গুলশান লেক থেকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে পানি নেওয়া হয়। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সংলগ্ন গুলশান লেক থেকে পানি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়াচ্ছন্ন রয়েছে ভবনটি। সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে ক্রমান্বয়ে ১৯ টি ইউনিট যোগ দেয়।
সর্বশেষ রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাদের সঙ্গে যোগ দেন বিমান বাহিনী ও নৌবাহিনীর কর্মীরা। নিহত হয়েছেন একজন। ১১টা পর্যন্ত ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ।