ঢাবির গেস্টরুমে নিয়ে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ
প্রতিনিধি, ঢাবি

ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্টরুমে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঢাবির বিজয় একাত্তর হলের মেঘনা ৩০০২(ক) নম্বর রুমেরমো. আকতারুল ইসলাম নামে এক শিক্ষার্থী এ নির্যাতনের শিকার হন।
মো. আকতারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা হার্টঅ্যাটাক করায় মানসিকভাবে তিনি বিপর্যস্ত ছিলেন। এ ছাড়া সকাল থেকেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা যায়। এই পরিস্থিতিতেও তাকে গেস্টরুমে বৈদ্যুতিক বাল্বের দিকে ১ ঘণ্টা তাকিয়ে থাকতে বলা হয়। ২০ মিনিট তাকানোর পর আকতার অজ্ঞান হয়ে পড়েন। এ ঘটনায় তাকে হাসপাতালে নিয়ে ইসিজি করানো হয়।
আকতারের বাবা কয়েক দিন আগে হার্টঅ্যাটাক করে বর্তমানে হাসপাতালে আছেন ও তার বড় ভাই একজন দিনমজুর।
প্রত্যক্ষদর্শীরা জানান,শিক্ষার্থীকে রাতে ১০টায় তাকে হাসপাতালে নেওয়ার সময় গায়ে শীতের পোশাকও ছিল না। এমনকি তার ভাইয়ের গায়েও শীতের পোশাক ছিল না।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ২০১৯-২০ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান রাজু, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুভ, ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় আহমেদ কাজল, সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী ইয়ামিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম রোহান।
তারা সবাই হল শাখা ছাত্রলীগে পদপ্রত্যাশী আবু ইউনুস ও রবিউল ইসলাম রানার অনুসারী। তারা দুজনেই ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী। এ বিষয়ে আখতার হল প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুল বাছির সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। সেই আলোকে অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।