
ঘর বনাম বন
ঘরের মানুষ আমাকে পর করে দিলো
বনের মানুষ আপন হলো
এখন আমি কি করি?
কোথায় বসি! কোথায় কাঁদি!
ঘরের মানুষ বদলে গেলো
বনের মানুষ ভালবাসলো
আমি এখন কার কাছে যাবো?
ঘরে থাকবো!
না কি বনে যাবো?
ঘর না বন?
কোনটা ভালো?
মন বলে বনে যা,
দেহ বলে : ঘরে থাক,
ঘর ভালো? নাকি বন ভালো?
আত্মা বলে: বন ভালোরে- বন ভালো
বনে আছে নিরন্তর স্বাধীনতা।