
চট্টগ্রামে করোনা সংক্রমণ কমছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ।
আজ শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ৭০৫টি নমুনা পরীক্ষা করে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৪ জনই নগরীর বাসিন্দা।
বাকি ৩৪ জনের মধ্যে চন্দনাইশের ১, পটিয়ার ১, বোয়ালখালীর ৩, কর্ণফুলীর ২, রাউজানের ২, হাটহাজারীর ৪, ফটিকছড়ির ২, মীরসরাইয়ের ১৩, সীতাকুণ্ডের ২ ও সন্দ্বীপের ৪ জন রয়েছেন।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৯০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৫৪৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনা সংক্রমিত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের। চট্টগ্রামে করোনা সংক্রমণ দিন দিন কমছে।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে সংক্রমিত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।