
চাঁদের কলঙ্ক
আজ মধুপূর্ণিমা। আজ মধ্যরাতের চাঁদকে দেখুন
ভালো করে দেখুন। সেখানে পৃথিবীর সবচেয়ে
স্বচ্ছ ও স্নিগ্ধ আলোর হৃদপিণ্ডে বসে আছে
ভূতের মতো একটা হায়েনার ছায়া।
এ ছায়াটিকেই বলা হয় চাঁদের কলঙ্ক।
পঁচিশে মার্চের আগেও কি এ ছায়াটি ছিলো?
আমি জানি না, বিমুগ্ধ কিশোর বয়সে আমি চাঁদের
দিকে তাকাই নি! বকুল আপার স্তনাভাসে
একটি কৃষ্ণেন্দু ছাড়া অন্য কোনো চাঁদ
দেখতে পাই নি।
তারপর এলো পঁচিশে মার্চ। চাঁদে দেখা গেল
কলঙ্কের মতো হানাদার বাহিনীর গুপ্তঘাতক
চাঁদ কলঙ্কিত হল।
চাঁদের আলোয় লেখা আমাদের
মুক্তিযুদ্ধের ইতিহাসের কুমারী শরীরে
ওরা চাঁদের কলঙ্ক—