
নানা বাড়িতে বেড়ানোর নাম করে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ের যাবতীয় আয়োজন করা হয়। তবে পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ওই শিক্ষার্থী।
সোমবার রাতে চুয়াডাঙ্গার সালামত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে ওই শিক্ষার্থীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ভিকটিম ১৪ বছরের এক কিশোরী। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বেড়ানোর নাম করে তাকে সালামত বাজার নিয়ে আসা হয়। তবে কিশোরীর বিয়ের আয়োজনে এখানে করা হয়।
কিশোরী মেয়ের বিয়ের আয়োজন দেখে প্রতিবেশীদের একজন ৯৯৯ নম্বরে ফোন করেন। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে বিয়ে ভেঙে দেয়। পরে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে তাকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয় বলেও জানান ওসি।