
ছায়া ফেলে গেলে
যতদুর মনে পড়ে; তোমার আমার প্রথম দেখা
থমকে থাকা কোন এক প্লাটফর্মে
রেলগাড়ির জানালার পাশে
মিষ্টি হাসি তোমার; চুলগুলো দুলছিল মৃদু বাতাসে।
প্রথম দর্শনেই তুমি নজর কেড়েছিলে আমায়
জনাকীর্ণ প্লাটফর্ম মুহূর্তেই যেন ভরে উঠেছিল গভীর নির্জনতায়
অপলক দৃষ্টিতে শুধুই দেখছিলাম দু’জন দুজনায়।
মনে হয়েছিলো তুমি আমার বহুদিনের চেনা জানা
সম্পর্কটা যেন জন্ম জন্মান্তরের সুতোয় বাঁধা।
তাইতো সম্বিত হারিয়ে হলাম তোমার ভালবাসার কাঙাল
তুমিও প্রতিদানে বাড়িয়েছিলে হাত
এভাবেই বাহুডোরে সেদিন দু’জন যুগলবন্দি হয়েছিলাম।
তোমার ঠোঁটে ঠোঁট, সারা পৃথিবীতে তুমি আর
আমি একান্ত মানব-মানবী, আদর সোহাগে
তখন খাচ্ছি লুটোপুটি
কোন হুঁশ জ্ঞান নেই, চারিদিকের কোলাহলও খেয়াল নেই
লোকলজ্জার ভয় নেই; কেবলই স্বপ্নে ভাসা।
অবিচ্ছেদ্য তুমি জড়িয়ে ধরে আছো আমার গলা
বিলীন সুখের সাগরে তুমি আমি যেন একই সত্ত্বা।
হঠাৎই ট্রেনের হুইসেল বাজে…
দেখি প্লাটফর্মে দাড়িয়ে তাকিয়ে আছি আমি
তোমারই দিকে অপলক দৃষ্টিতে।
নিমিষেই হারিয়ে গেলে তুমি; রেলের গতির মাঝে
সেই থেকে আজো আমি চেয়ে আছি তোমারই পথপানে
যেখানে নিজেরই অজান্তে তুমি, তোমার ছায়া ফেলে গেলে ।।