Sub Lead Newsঢাকা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. রায়হান (২৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে পল্লবী থানার লালমাটিয়া ট্রাকস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রায়হানের বাবা রাজু মিয়া আজ মঙ্গলবার জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন। রায়হান গার্মেন্টসে চাকরি করেন। রাত ৯ টার দিকে লালমাটিয়া ট্রাক স্ট্যান্ড হয়ে বাসায় ফেরার পথে  ছিনতাইকারীরা তার গতিরোধ করে। তখন টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন রায়হান। এরপর তাকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তার চিৎকারে আশপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যান। সেখানে রায়হানের অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রায়হানের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। বর্তমানে পল্লবীর পলাশ নগর এলাকার ১১ নম্বর সেকশনে পরিবার নিয়ে থাকেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button