সারা বাংলা

জংসন ডিডিপি গুরুআশ্রমের বাৎসরিক ওরশ মোবারক 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

জাঁকজমক পূর্ণ আয়োজনে খাজা মঈনুদ্দিন চিশতি (রঃ) এর স্মরণে শুক্রবার জংসন ডিডিপি গুরুআশ্রমের ৩৭ তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সূফী নূর মোহাম্মদ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম শামীম, শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও আধিক্ষ্যক ডাঃ মোঃ আরিফুল শরীফ রাজা, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব, পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার সান্যাল, লক্ষ্মীকুন্ডা নৌ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক , ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী থানার ইন্সপেক্টর মোহাম্মদ হাদিউল ইসলাম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর ফিরোজ আহমেদ।

ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপি গুরুআশ্রমের চেয়ারম্যান, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ’অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির পুত্র, তেহা বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, লালপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবুল হক দুদু, হোটেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট রন্ধন শিল্পী হাবিবুর রহমান, রফিকুল ইসলাম রাজু প্রমুখ।

জংসন ডিডিপি গুরুআশ্রমের বাৎসরিক ওরশ মোবারক 

এর আগে কোরআন তেলাওয়াত ও দোয়ার মাহফিল পরিচালনা করেন পাবনা মোহাম্মদিয়া কাদরিয়া দরবার শরীফের পীর শাহ সূফী কবি জয়নাল আবেদীন, মাওলানা ইমরান আজমী। অনুষ্ঠানে রুহানি কবিতা আবৃত্তি করেন কবি সাধন কুন্ডু ও ওয়াজেদ আলী। পরে ভক্তিগীতি পরিবেশন করেন শিল্পী এস এম রাজা, জুলেখা বাউল, ইলমাতুল ইসলাম রুপা, রুমানা পারভীন, পাগল রিপন চিশতি, ডাঃ ইউনুস আলী, পারভীন আক্তার, এস এম অন্ত, রিজিতা, মুকুল হোসেন, শুকুর বাউল, আমজাদ বাউল, হায়দার বাউল, বাবু বাউল, সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি রমজান আলী ও কবি ও সাংবাদিক সুবল কুমার পাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button