সারা বাংলা

জলঢাকায় তিন জুয়ারীকে গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলার জলঢাকায় তিন জুয়ারীকে গ্রেপ্তার করে পুলিশ । গতকাল মঙ্গলবার ভোরে নীলফামারী উপজেলার মীরগঞ্জ ইউনিয়ের পাঠানপাড়া এলাকায় ভুট্টার ক্ষেতে গোপনে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় তিন জুয়ারীকে  হাতেনাতে গ্রেপ্তার করে  মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের  পুলিশ টিম।

আটককৃতরা ব্যক্তিরা  হলেন , জলঢাকা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত টুনু কাজী’র ছেলে আইনুল হক (৪৫) , নিজপাড়া গ্রামের মোঃ মহর উদ্দিনের ছেলে মোঃ হাসিনুর রহমান (২৫) ও একই গ্রামের মৃতঃ কালু মামুনের ছেলে রজব আলী (৫৫) ।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ফিরোজ কবির ঢাকা নিউজ হাবকে এ তথ্য  জানান । গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইন ৩/৪  এ মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button