
জায়েদ-নিপুণ এর সাধারণ সম্পাদক পদ নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির স্থগিত হওয়া নির্বাচন আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির কথা ছিল। তবে তা পিছিয়েছে। ফলে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আবেদনের ওপর শুনানি হবে কাল সোমবার।
নিপুণের আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে আজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ দিন ধার্য করেন।
নিপুণের আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।
২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। সেই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। আর সভাপতি হন ইলিয়াস কাঞ্চন।
এরপরই শুরু হয় সাধারণ সম্পাদক পদ নিয়ে ঝামেলা। এক সময় আপিল বোর্ডের সিদ্ধান্তে জায়েদের পদ বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
পরে হাইকোর্টে যান জায়েদ খান। হাইকোর্ট আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করলে নিজের পদ ফিরে পান তিনি। পরে আপিল করেন নিপুণ।
জায়েদ-নিপুণ এর আপিল শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছিলেন চেম্বার জজ আদালত। এরপর সাধারণ সম্পাদক পদের ওপর ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করেন আদালত।
জায়েদ-নিপুণ কেউ সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না বলেও জানান আদালত। সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে।