Sub Lead Newsরাজনীতি

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুই দিনের কর্মসূচি

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল সোমবার দুপুরে জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী জানান, দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী সারাদেশে বিভিন্ন পর্যায়ের ইউনিট ‘যথাযোগ্য মর্যাদায়’ পালন করবে।

কর্মসূচির মধ্যে ১৯ জানুয়ারি ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুর ২টায় ঢাকারইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভাঅনুষ্ঠিত হবে।

তার জন্মদিন উপলক্ষে জাতীয় দৈনিকে তার ওপর ক্রোড়পত্র প্রকাশ করবে দলটি। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button