
জীবন যদি থেমে না যায় আমি একা হাঁটবো
ঘাসের উপর শুয়ে আকাশ যদি দেখি
আমার বুক হলুদ ঘাসে
ভরে উঠবে।
আমি দেখবো রক্তকালো সূর্য
বুকের উপর আছড়ে পড়া মেঘডাক
মানুষ বড় না-কি জীবন
আমাকে জানতে হবে এপার ওপার।
জীবন যদি থেমে না যায় আমি একা হাঁটবো
সময়বিহীন আলোর সড়কে
আমি দেখবো সদ্য জন্ম নেয়া শিশির বিন্দুর জ্যোতি
পরমাণুতে লুকিয়ে থাকা নিউট্রনে
দেখবো বৃত্তের ভেতরে বিন্দুরূপ।
তোমার গভীরে বাজে মিলনের সুর
বিচ্ছেদে ছুটে বেড়ায় প্রেয়সীর প্রেম
আনন্দের ঝর্ণা ধারায় বাজে বিষাদ
মৃত্যুতে জেগে উঠে জনম।
জীবন যদি থেমে না যায়
আমি নিয়তির ঘাড়ে চাপিয়ে
দেবো না আমার দায়
তোমারই কর্ম করেছি আমি
নিয়তির কি আসে যায়
তাই যদি হয় নিয়ম তবে আমাকে
দেখতে দাও পার
আমি দেখবো শেষে কী আছে তোমার।।