সাহিত্য

ঝরা পাতার গান

আ শ রা ফু ল ই স লা ম

তোমরা কেউ কি শুনেছো ঝরা পাতার গান
কেমনে নীরবে নিভৃতে ঝরে যায় একটি একটি করে প্রাণ।

কোন এক বসন্তে যার হয়েছিল অঙ্কুরোদগম
মাঝখানে বয়ে যাওয়া কত শীত কত গ্রীস্ম কতনা বাদল,

কতনা যত্নে প্রকৃতি তাকে করলো লালন
প্রকৃতিরই অমোঘ নিয়মে আবার ছন্দপতন।

মাঝখানে শুধুই বিরহ কান্না, পাতা ঝরার গান
কি যে ব্যথা-বেদনা লুকানো তাতে,

সে মর্মব্যথা শুনতে কি পাও
যতই রাখো পেতে পার্থিব কান?
হৃদয়ের মর্মরে যে সুর কেঁদে মরে
নাম দিয়েছো তারে জানি নির্ঝর ।

পৃথিবীর নাট্যশালায় আসা যাওয়ার এ ছন্দ যুগপৎ
শুধু নির্মমতা, কেউ মনে রাখে না কারো প্রস্হান।

আমরা কূশীলব মেতেছি নাট্যমঞ্চে অভিনয়ে যে যার
রাত ভোর হলে নিশ্চিত বাজাবে বাঁশি প্রোমটর

সেদিন শেষ হয়ে যাবে নাটকের যবনিকাপাত
হয়তো শূণ্যে মিলিয়ে যাবে সব কান্না হাসি আর পাতা ঝরার গান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button