বিদ্রোহী প্রার্থী হওয়ায়
টাঙ্গাইলে আ.লীগের সাত নেতা বহিষ্কার
প্রতিনিধি, টাঙ্গাইল

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় টাঙ্গাইলের গোপালপুরে সাত নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সেলিম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, দপ্তরবিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান লুৎফর, সদস্য মো. আবু ফারুক মিঞা, মো. গোলাম মোস্তফা আঙুর ও মো. আ. হাই, হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শফিক তালুকদার।
আগামী ৩১ জানুয়ারিতে উপজেলার সাত ইউনিয়নের ৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।