Sub Lead Newsরাজনীতিসারা বাংলা

টাঙ্গাইল-৭ আসনের ভোটগ্রহণ চলছে

প্রতিনিধি,টাঙ্গাইল

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১২১টি কেন্দ্রে ভোট চলছে।

ভ্রাম্যমাণ আদালত, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসারসহ বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতিও বাড়ছে। এখন পর্যন্ত কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টির জহিরুল ইসলাম (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী (ডাব), ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব পাওয়ার চৌধুরী (হাতুরী), স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম (মোটর গাড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় তিন লাখ ৪০ হাজার ৩৭৯ ভোটার রয়েছেন।

১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য টানা চারবারের এমপি মো. একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button