
টি এইচ খান পুরো নাম তোফাজ্জল হোসেন খান। আর নেই। তবে তাকে নিয়ে কিছু স্মৃতি রয়েছে আমাতে। যা সাংবাদিকদের জন্য শিক্ষনীয়। তাই না লিখে পারলাম না। আমি তখন চ্যানেল ওয়ানের বার্তা বিভাগের অযোগ্য ডি ফ্যাকটো প্রধান।
প্রতিবেদক গেছেন তার সাউন্ডবাইট আনতে। তিনি বলবেন না। প্রতিবেদক কিছুতেই তাকে রাজী করাতে পারছেন না। আমাকে ফোন করাতে আমি প্রতিবেদককে বললাম, আমাকে ধরিয়ে দাও।’ ফোনটা নিয়েই কিছুটা ক্ষোভের সুরেই বলে উঠলেন, শোন কথা বলতে তো আমার কোন আপত্তি নেই, কিন্তু আমরা যা বলি সেটা তোমরা তোমাদের মত কাটছাঁট করে ব্যবহার করো। আমার সেখানেই আপত্তি।’
তবে এতো টি এইচ খান এর ভদ্র অবস্থান। আসলে যেটা বলেছিলেন, তা হচ্ছে, ‘শোন এখন তো কি যেনো ঐ ডান্ডা ধরো মুখের সামনে… আমরা কথা বলি, তারপর সেই ডান্ডার সামনে বলা কথা এমনভাবে ব্যবহার করো সেটা আমাদের পাছায় ঢুকিয়ে দাও… এরপর হেসে বললেন, কিছু মনে করো না। আমি অভয় দিয়ে বললাম, এমন কোনটা হবে না।
শ্রদ্ধেয় খান সাহেব যেখানেই থাকুন ভালো থাকবেন। আর আমাদের এভাবেই পথ দেখাবেন। (ফেসবুক থেকে)