
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট দেন। তাতে দেখা যায় বরেণ্য অভিনেত্রী ডলি জহুর হাসপাতালে বিছানায় শুয়ে আছেন।
ক্যাপশনে রওনক লেখেন, আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী ডলি জহুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হয়েছে। তার অক্সিজেন সেচুরেশান ঠিক আছে। শুক্রবার পরীক্ষা-নিরীক্ষা করার পর সবকিছু বোঝা যাবে। আপনারা সবাই দোয়া করবেন।
আজ শুক্রবার বিকালে জানা গেল, তিনি করোনা পজিটিভ। এ তথ্যটিও নিশ্চিত করেছেন রওনক হাসান। তিনি বলেছেন, আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী ডলি জহুর করোনা পজেটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সাথে দেখা করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। তাই অযথা হাসপাতালে কেউ ভিড় করবেন না। সবাই ডলি মা’র জন্য দোয়া করবেন।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনি। বর্ষীয়ান এই অভিনেত্রীর মধ্যে অবশ্য জটিল কোনো লক্ষ্মণ দেখা যায়নি।
দুই বছর অস্ট্রেলিয়ায় ছিলেন ডলি জহুর। তার একমাত্র ছেলে রিয়াসাত বসবাস করেন অস্ট্রেলিয়ায়। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। এরপর করোনার কারণে আর ফিরতে পারেননি। অবশেষে গত জানুয়ারি মাসে ঢাকায় ফেরেন নন্দিত এই অভিনয়শিল্পী।
উল্লেখ্য, ডলি জহুর বাংলাদেশের কিংবদন্তী অভিনেত্রী। তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়ে ১৯৭৪-৭৫ সালের দিকে বিশ্ববিদ্যালয়ে অভিনয় শুরু করেন। এরপর মঞ্চে অভিনয় শুরু করেন। পরবর্তীতে টেলিভিশন নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি ১৬০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।[
চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি শঙ্খনীল কারাগার (১৯৯২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী এবং ঘানি (২০০৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করেন।
ডলি জহুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৭৪-৭৫ সালে সমাজবিজ্ঞান বিভাগের একটি নাটকে অভিনয় করেন। এই নাটক থেকে ম. হামিদ বা নাট্যচক্রের একজনের মাধ্যমে নাট্যচক্রে যুক্ত হন এবং মঞ্চে অভিনয় শুরু করেন। নাট্যচক্র থেকে তার অভিনীত প্রথম নাটক লেট দেয়ার বি লাইট।
সেখান থেকে তার বন্ধু (পরবর্তীতে স্বামী) জহুরুল ইসলামের সাথে যুক্ত হন কথক নাট্যগোষ্ঠীতে। কথক নাট্যগোষ্ঠী থেকে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রাগৈতিহাসিক অবলম্বনে মঞ্চস্থ নাটকে অভিনয় করেন। পরে মামুনুর রশীদের বাংলা থিয়েটারে মানুষ নাটকে অভিনয় করেন। এসময়ে মানুষ নাটকের নিয়মিত কাজের পাশাপাশি