গণমাধ্যমঢাকা

ডা. কাশেম স্মরণে নতুন ধারার ছিন্নমূল ভোজ

আন্জুমান আরা শিল্পী

নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার লায়ন ডা. আবুল কাশেম ভূঁইয়া স্মরণে নতুনধারার দোয়া ও ছিন্নমূল ভোজ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর পুরানা পল্টন, তোপখানা রোড, সেগুন বাগিচা, কাকরাইলসহ বিভিন্ন স্থানে নতুনধারা বাংলাদেশ এনডিবির তত্ত্বাবধায়নে নিরন্ন-ছিন্নমূল-ভাসমান মানুষদের মাঝে গতকাল বৃহস্পতিবার  দিনভর খাদ্য প্রদানসহ বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, নতুনধারার রাজনীতির জন্য প্রেরণা ছিলেন ডা. আবুল কাশেম ভূইয়া। তার জীবদ্দশায় তিনি নিবেদিত ছিলেন নতুনধারার রাজনীতিকে অগ্রসর করার জন্য।

সুশিক্ষা-সুসমাজ-ধর্ম-মানবতার মূল নীতিতে বিশ্বাসী স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক ধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশ করে। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সকল শর্তপূরণ করে নিবন্ধনের আবেদন করার সময়ও লায়ন ডা. আবুল কাশেম ভূঁইয়া বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তিনি ২০২০ সালের ৬ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button