Sub Lead Newsরাজনীতি

ডেমোক্রেসি হিরো অ্যাওয়ার্ড পেলেন খালেদা জিয়া

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

খালেদা জিয়ার হাতে ডেমোক্রেসি হিরো অ্যাওয়ার্ড তুলে দেন  মির্জা ফখরুল। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে দলীয় চেয়ারপারসনের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন তিনি।

খালেদা জিয়ার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন মির্জা ফখরুল। এসময় তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন ও কুশল বিনিময় করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উয়িং কর্মকর্তা শায়রুল কবীর খান এ কথা জানান।

তিনি বলেন, আজ দুপুরে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডেমোক্রেসি হিরো অ্যাওয়ার্ড বিষয়টি সাংবাদিকদের জানান মির্জা ফখরুল।

সেসময় তিনি তিনি বলেন, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকর্তৃক দলীয় চেয়ারপারসনকে ২০১৮ সালে ‘মাদার অব ডেমোক্রেসি’ ও ২০১৯ সালে ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ডে ভূষিত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button