
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাব কেটে গেলে আগামী কয়েক দিনের মধ্যে শীত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দিনের বেশিরভাগ সময় আকাশ ছিল মেঘলা। যদিও বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই দিয়ে রেখেছিল আবহাওয়া অধিদপ্তর।
রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে দু-এক ফোঁটা করে বৃষ্টি শুরু হয়। ধীরে ধীরে বাড়ে ফোঁটার সংখ্যা। সাড়ে ৯টার দিকে মোটামুটি ভিজিয়ে দেওয়ার মতো বৃষ্টি পড়তে দেখা গেছে মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায়।