
ঢাকাস্থ চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম (চবিসাফ)এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতি শাহিন উল ইসলাম চৌধুরী (দৈনিক নতুন দিন), মহাসচিব আইয়ুব ভূইয়া (বাসস) নির্বাচিত হয়েছেন।
এর আগে মিলনমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ সভাপতি যথাক্রমে মো. মোস্তফা কামাল (ইউএনবি), দৈনিক বাংলাদেশের আলোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবু, শাহেদ হোসেন দিলু (দৈনিক খোলা কাগজ), যুগ্ম মহাসচিব যথাক্রমে শরীফুল ইসলাম (দৈনিক জনকণ্ঠ), ফিরোজ আলম মিলন (দৈনিক আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি (দৈনিক দেশ রূপান্তর)।
ঢাকাস্থ চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম (চবিসাফ)এর নতুন কমিটির সদস্যরা হলেন যথাক্রমে শাহেদ চৌধুরী (দৈনিক সমকাল), খুরশিদ আলম (দৈনিক অর্থনীতি প্রতিদিন), মোতাহার হোসেন (দৈনিক বর্তমান), নাসিমা আক্তার সোমা (দৈনিক বাংলাদেশের আলো), মুশফিকুর রহমান (দৈনিক আজকের সংবাদ), শিবু কান্তি দাশ (দৈনিক পূর্বকোণ), কাজী হাবিব (দৈনিক কালবেলা), গিয়াস উদ্দীন আহমেদ (এফএনএস), আবু তাহের, তাহমিনা ইসলাম তালুকদার (বাসস), সাজ্জাদ হোসেন (বাসস)
ঢাকা হাব/এসএফ