
তবুও অশ্রু ঝরে নিত্য
আমি ডাকি তোমাকে
রাত জেগে ডাকি
শুনতে পাও না?
আমি তো শুনি তোমাকে
রাত বেরাতে
চোখের জলে যমুনা ডুবে
যায়।
আকাশভর্তি শব্দগুলোও
আজ বড়ই অসহায়
তাও শোনো না তুমি
আমার ঘরভর্তি আলো
তবুও অশ্রু ঝরে নিত্য
বৃন্দাবনের রাজা!
দয়া তোমার, দয়া নাই
তোমার ফুঁতে কষ্টের সুর
আমি শুনি, শুনি তোমাকে
নিশুতি রাতে
ব্রহ্মমূহূর্তে
জীবনের কোলাহল নীরব কেন
রাজা?
আমি তো কান পেতে শুনি
তোমার পদধ্বনি।