
তবুও তুমি দাঁড়িয়ে অনড়
স্বপ্নের ভেতর দেখি তুমি এক আশ্চর্য আকাশ
আমার মধ্যাহ্নে এক সূর্য মেলে ধরো
আমিও তোমার সূর্যে স্নান করে
আবার প্রত্যুষকালে ফিরে যেতে চাই
আমার স্বপ্নের ঘোর কেটে গেলে
তোমার তাপের এক লহমায় পুড়ে হই ছাই
এমন তাপের দম্ভ শুষে নিতে চৌরাস্তার মোড়ে
মেলে ধরি দিন যাপনের ডালা
উড়ন্তবকের ডানা আদ্যোপান্ত আমাকে শেখায়
আকাশের ভালোবাসা
সমুদ্র উত্তাল ঢেউ তুলে আমাকে সহিষ্ণু
ঝড়ের তাণ্ডব বেসামাল হয়ে
আমাকে উড়িয়ে নেয় অজানার পথে
তোমার যে ওড়ে শুধু ফিনফিনে শাড়ির আঁচল
আঁচলের দোলা লেগে ঝড় আরো তীব্র গয়ে ওঠে
সেই ঝড় বয়ে যায় পাথর দালান ভেঙে ভেঙে
তবুও তুমি দাঁড়িয়ে অনড় …..