
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটিতে তিন শতাধিক নামের প্রস্তাব জমা পড়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সচিব বলেন, সার্চ কমিটির জন্য ১৩৬টি রাজনৈতিক দল, ৪০ জন পেশাজীবী, ৩৪ জন ব্যক্তিগতভাবে এবং ৯৯ জন ই-মেইলে নাম পাঠিয়েছেন।
বিশিষ্ট নাগরিকদের সাথে দুই বৈঠকে আলোচনায় এবং রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবীরা মোট তিন শতাধিক নামের প্রস্তাব করেছেন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) এই ৩০৯ জনের নামগুলো বাছাই করা হবে। যাচাইয়ের পর নামগুলো প্রকাশ করা হবে কি না সে বিষয়ে পরে জানানো হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ দুটি বৈঠকে বিশিষ্টজনদের সঙ্গে প্রায় ৩ ঘণ্টার মতো আলোচনা হয়েছে। উনারা বেশ কিছু সাজেশন দিয়েছেন। ভালো একটা নির্বাচনের জন্য এবং সবার আস্থাভাজন হয় এমন নির্বাচন কমিশন গঠনই ছিল সবার মূল বক্তব্য।
তাদের সাজেশনগুলো নোট করা হয়েছে। আগামীকাল বিকেল চারটার পর বৈঠকে বসে ওনাদের সাজেশনগুলো নিয়ে সার্চ কমিটি বিস্তারিত আলোচনা করবে।