
তুমিই সরাবে অমা
জানিনে তোমার চোখ কেন আজ বিধ্বস্ত নগর,
হতাশা-ধুসর ম্লান-ইতিহাস, ঐতিহ্য-অতিত,
তাম্র দগ্ব পদতল, বেদনার করুণ সঙ্গীত
, হালাকু, তৈমুর কারা করে গেছে অসহ রগড়?
জানিনে তোমার বুকে জমে কেন এত শত লাশ,
রক্তের তরঙ্গে কেন এত হিম, এত শীতলতা,
নিকষ আঁধারে কেন এত পান কর মৃত্যু নীরবতা,
তুমিতো স্বাধীন তবু গায়ে কেন পরাধীন বাস?
নিজেকে কয়লা করে শিখেছ তো বাঁচার সবক,
দু’চোখে ফোটাও তবে ফের সেই প্রলয়ী পলাশ,
গভীর গর্জনে কাঁপা হও যদি সাহসী মেশিন,
বারুদ আঁধার কেটে পাবে তবে কাঙ্ক্ষিত স্তবক।
কালের জঠরে প্রাণ জমে, তবু হয়ে ওঠে ঘাস,
তুমিই সরাবে অমা, সরাবে না এসে আলাদীন।