
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তেজকুনিপাড়া বস্তিতে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০০ থেকে ৩০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ইসলাম বলেন, এখানে প্রায় ৬টি বাড়ি রয়েছে। সবগুলো দুই-তিলতলা হবে। প্রতিটি বাড়িতে ঘর রয়েছে ৩০ থেকে ৪০টি। এখন পর্যন্ত প্রায় ২০০ থেকে ৩০০টি বাড়ি পুড়ে গেছে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তেজকুনিপাড়া বস্তিতে সোমবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ।