
মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার অবসরপ্রাপ্ত প্রকৌশলী হাসান রহমান। চার বছর আগে ছুটিতে দেশে আসেন তিনি। সেসময় তার বন্ধু তাকে সংক্ষিপ্ত সফরে গাজীপুরের বাশবাড়ির একটি স্কুলে নিয়ে যান। স্কুলের শিক্ষার্থীরাও নাসার প্রকৌশলীর সঙ্গে দেখা করে উচ্ছ্বাস প্রকাশ করে।
নাসা প্রকৌশলী স্কুলের শিশুদের প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া দেখে হতাশ হয়ে যান। এরপর থেকেই তার মাথায় চিন্তা আসে কীভাবে কম দামে শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ তৈরি করা যায়। তারপর তিনি ‘তালপাতা’ নামে একটি স্বল্পমূল্যের ল্যাপটপ তৈরির সিদ্ধান্ত নেন। যেমন কথা তেমন কাজ, কাজ শুরু করে দেন। তিনি ঠিক করেন, শিক্ষার্থীদের জন্য ১২ হাজার টাকার মধ্যে ল্যাপটপ তৈরি করবেন।
গত বছর অক্টোবরে তার তৈরি ল্যাপটপ ‘তালপাতা’ বাজারে আসে। এর আগে গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক পার্কে স্থাপন করেন কারখানা। তবে সামনে এসেছে নানা প্রতিবন্ধকতা। এর উৎপাদনে মুখ থুবড়ে পড়েছে। যাত্রার এক মাসের মাথায় হোঁচট খেয়েছে দেশে তৈরি এই ল্যাপটপের উৎপাদন। কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কের কারণে আপাতত উৎপাদন বন্ধ রয়েছে।
তারা শিক্ষার্থীদের জন্য ১২ হাজার টাকা দামের ল্যাপটপ বানালেও এর বাইরে ২৫ থেকে এক লাখ টাকা দামের উচ্চ ফিচার সমৃদ্ধ তালপাতা ল্যাপটপও তৈরির কথা ছিল প্রতিষ্ঠানটির।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান জানিয়েছেন ১২ হাজার টাকায় একটি ৩৬০ ডিগ্রি মাল্টি টাচ স্ক্রিন ফোল্ডেবল ল্যাপটপ ডিজাইন করেন। এতে তিন বছরের গ্যারান্টি রয়েছে। আছে আগুন ও পানি নিরোধ ব্যবস্থা। আট ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ, ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যামসহ এটির আকার ১১ দশমিক ৬ ইঞ্চি। এর সঙ্গে এটি উইন্ডোজ ও লিনাক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলতে পারে।
তালপাতা ল্যাপটপ তৈরি করতে তিনি হাই-টেক পার্কের কর্তৃপক্ষের কাছে যান। তিনি তাদের বিজ্ঞাপন দেখে আশ্বস্ত হয়েছিলেন। এতে বলা হয়েছিল, কারখানার জন্য প্রতি বর্গফুটের মাসিক ভাড়া ১০ টাকা, যেখানে গুলশানের মতো জায়গায় প্রতি বর্গফুটের ভাড়া ১২০ টাকা।
তিনি বলেন, বাস্তবে, হাইটেক পার্কের সব প্রতিশ্রুতি সত্য ছিল না। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে, শুধু কাঁচামাল আমদানির জন্য আমাকে এত শুল্ক দিতে হবে। যেখানে অন্যদের ল্যাপটপ অ্যাসেম্বলির জন্য মালামাল আমদানিতে ৯ শতাংশ শুল্ক নেওয়া হচ্ছে।
হাসান রহমান বলেন, হাইটেক আমাকে এসব নীতি সম্পর্কে আগে জানায়নি। যেহেতু আমি সফলভাবে হাইটেক দ্বারা প্রত্যয়িত হয়েছি, আমি ধরে নিয়েছিলাম যেসব অফিসিয়াল প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। আজ এই আমলাতান্ত্রিক জটিলতায় আমাদের ল্যাপটপ তৈরির কাজ থমকে আছে।