Sub Lead Newsক্রিকেটখেলাধুলা

দ্বিতীয় দিনেও দল পেলেন না সাকিব

স্পোর্টস ডেস্ক

দ্বিতীয় দিনেও দল পেলেন না সাকিব। বিপিএলে টানা ৫ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড গড়ছেন সাকিব আল হাসান। আইপিএলের ফ্রাঞ্চাইজিদের কাছে তার এই পারফরম্যান্স কোনো মূল্যই তৈরি করতে পারেনি।

ভিত্তিমূল্য ২ কোটি রুপি। প্রথম দিনই তিন নম্বর সেটে ছিলেন তিনি। আজ দ্বিতীয়বার নাম উঠানো হলো তার। আজও কেউ কেনার আগ্রহ প্রকাশ করেনি।

বিপিএলে বরিশাল ফরচুনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন সাকিব আল হাসান। বল হাতে, ব্যাট হাতে- সমান পারফরমার তিনি। টানা ৫ ম্যাচে হয়েছেন সেরা।

আইপিএলে কেকেআরের জার্সি গায়ে গত মৌসুমে খুবই বাজে পারফরম্যান্স করেছেন সাকিব। তাকে এবারের নিলামে না নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০১১ সালের পর এই প্রথম আইপিএলে দুই দফা নিলাম শেষেও দল পেলেন না সাকিব। ২০২০ আইপিএলে নিষেধাজ্ঞার কারণে তার আইপিএল খেলা হয়নি। পরের বছর আবারও তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এ ছাড়া ২০১৩ সালে চোটের কারণে তিনি আইপিএল খেলেননি।

সাকিবের অনুপস্থিতিতে এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। গতবার রাজস্থান রয়্যালসে খেলা দ্য ফিজকে এবার ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে প্রথম ডাকেই দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম আর লিটন দাসের নাম নিলামে ডাকাই হয়নি।

শুধু সাকিবেই নন, অবিক্রীতের তালিকায় রয়েছে গেছেন ডেভিড মালান, ইয়ন মরগ্যান, মার্নাস ল্যাবুশেন, চেতেশ্বর পুরাজারা, অ্যারোন ফিঞ্চ, জিমি নিশাম, ইশান্ত শর্মা, শেলডন কটরেল, নাথান কাউল্টার নেইল, তাবরিজ শামসি, কাইস আহমেদ, ইশ সোধি, পিযুশ চাওলা, এভিন লুইস, অ্যালেক্স হেলস, রাশি ফন ডার ডুসেন, রহমানুল্লাহ গুরবাজ, গ্লেন ফিলিপস, বেন ম্যাকডারমট, বেন কাটিং, মার্টিন গাপটিল, রস্টোন চেজের মত ক্রিকেটাররা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button