দুই গারো কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের হালুয়াঘাটের আদিবাসী দুই গারো কিশোরীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামি রিয়াদ মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শনিবার (৮ জানুয়ারি) ভোরে হালুয়াঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, বিয়ের অনুষ্ঠান শেষে হালুয়াঘাট থেকে গত ২৭ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে দুই গারো কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ৩০ ডিসেম্বর স্থানীয় ১০ যুবককে আসামি করে হালুয়াঘাট থানায় মামলা করে ভিকটিমদের পরিবার।
মামলার আসামিরা হলো, উপজেলার রিয়াদ মিয়া , শরিফ উদ্দিন , মিয়া হোসেন , রুকন উদ্দিন , রমজান আলী , মো. কাওসার , আছাদুল মিয়া , শফিকুল ইসলাম , মো. মিজান মিয়া ও মামুন মিয়া ।
ধর্ষণের এ ঘটনায় কয়েক দফায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
খন্দকার আল মঈন বলেন, আলোচিত এ ঘটনায় অপরাধীদের ধরতে আমরা আমাদের অভিযান পরিচালনা করি। তারই ধারাবাহিকতায় আমরা ঘটনার মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের আমাদের অভিযান চলছে।