
দুই যুগ পর লতিফ ও কাদের সিদ্দিকী এক মঞ্চে। আব্দুল লতিফ সিদ্দিকী এবং তার ছোট ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী একই মঞ্চে বসেছেন ২৪ বছর পর। একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই ভাইয়ের এক মঞ্চে হাজির হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমাদানের ৫০ বছর উদযাপন উপলক্ষে লতিফ সিদ্দিকী ও কাদের সিদ্দিকী একই মঞ্চে উঠে বক্তব্য দেন।
দুই যুগ পর লতিফ ও কাদের সিদ্দিকী এক মঞ্চে
১৯৯৯ সালের ডিসেম্বরে কালিহাতীর আউলিয়াবাদে একটি অনুষ্ঠানে দুই ভাই একই মঞ্চে ছিলেন। নানা কারণে দুই ভাইকে আর এক মঞ্চে দেখা যায়নি।
কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমাদানের ৫০ বছর উদযাপন কমিটির সভাপতি এ এম এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। কাদেরিয়া বাহিনীর বীর মুক্তিযোদ্ধারা এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন।