
ভারতে ট্রেনের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন প্রিয়া (১৭) ও শিবানী (২০) । গত শুক্রবার ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলার মদিনগরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিয়া দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং শিবানী বিএসসি কোর্স করছিলেন। গাজিয়াবাদের মোদিনগরের নন্দনগরী কলোনির বাসিন্দা তারা।
ভারতের স্থানীয় গণমাধ্যদের খবরে বলা হয়, দুই শিক্ষার্থী শুক্রবার বিকাল সাড়ে ৪টায় গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন।
উত্তর রেলওয়ের কর্মকর্তারা জানান, দুই শিক্ষার্থী যে ট্রেন চাপা দেয় তার চালক জানিয়েছেন, তার ট্রেন যখন আপ লাইনে ছিল তখন একটি পণ্য ট্রেন ডাউন লাইনে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই ছাত্রী পণ্য ট্রেনটি দেখে ক্রসিংয়ে থামে, কিন্তু জনশতাব্দী ট্রেনটি দেখতে ব্যর্থ হয়। পুলিশকে জানিয়েছেন, রেল ক্রসিংয়ের কাছে একটি অনুষ্ঠানে উচ্চ শব্দে ডিজে বাজানোর কারণে মেয়েরা ট্রেনের হুইসেল শুনতে পাননি।
চালক বলেন, মেয়ে দুটিকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বেশ কয়েকবার হর্ন বাজিয়েছিলেন। শুধু তাই নয়, জরুরি ব্রেকও প্রয়োগ করেছিলেন। তারপরও দুই শিক্ষার্থীকে বাঁচাতে সময়মতো থামাতে পারেননি ট্রেন।
সরকারি রেলওয়ের জিআরপি পুলিশ বাবুরাম সিং সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, লাশ দুটি বাবা-মায়ের কাছে দিয়ে দেওয়া হয়েছে। তাদের বাবা-মায়ের অনুরোধের ময়না তদন্ত করা হয়নি।