রাজনীতি

দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে সরকার: দুলু

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। বিরোধী দলকে দমন করতে, জনগণের মৌলিক অধিকার হরণ করতে প্রশাসনকে যথেচ্ছ ব্যবহার করছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুলু আরো বলেন, এই সরকার পরিকল্পিতভাবে দেশকে, দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে। তাদের কারণেই আইনশৃঙ্খলা বাহিনীর একটি প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় নেওয়া হয়েছে। সেখান থেকে শিক্ষা না নিয়ে এখনো র‌্যাব, পুলিশকে বিরোধী দল দমনে ব্যবহার করা হচ্ছে। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করছে। কিন্তু এর পরিণতিও ভালো হবে না।

তার নিজ জেলা নাটোরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে, হামলা করে, মামলা করে নেতাকর্মীদের আটক করা হচ্ছে। গত নভেম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে পুলিশ নির্বিচারে নেতাকর্মীদের উপর হামলা করে অনেককে গ্রেফতার করে।

তাদের মধ্যে বেশ কয়েকজন নেতাকর্মী গত মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পেলে আবারও গায়েবি মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। মামলা-হামলা-কারা নির্যাতন করে বিএনপিকে শেষ করে দেওয়ার জন্যই এসব নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন- নাটোর জেলার বড়াইগ্রাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খায়রুল ইসলাম আকাশ, বড়াইগ্রাম থানা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button