
দ্বার খুলে দেওয়া হলো মেট্রোরেলের পল্লবী স্টেশনের । ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভা কক্ষ থেকে জানান আজ বুধবার থেকে মেট্রোরেল চলবে সকাল সাড়ে ৮টা থেকে।
এদিন মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু হবে। তিনটি স্টেশনে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। টিকিট কাটার জন্য গেট খোলা হবে সকাল ৮টা থেকে। ট্রেনগুলো আগের মতোই প্রতি ১০ মিনিট পরপর ছাড়বে।
একই দিন সবার জন্য খুলে যাচ্ছে রাজধানীর পল্লবী স্টেশনের দুয়ার। এদিন এ স্টেশন থেকে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এর আগে উদ্বোধনের পর শুধু উত্তরার উত্তর ও আগারগাঁও স্টেশন চালু করা হয়েছিলো।
পল্লবী স্টেশনে মেট্রোরেল থামার পাশাপাশি পরিবর্তন করা হলো সময়সূচির। যানজটের নগর ঢাকার নাগরিকদের স্বস্তি দিতে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় ২০০৫ সালে। নানা চড়াই-উতরাই পেরিয়ে মূল কাজ শুরু হয় ২০১৬ সালে।