
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনা পজিটিভ হয়েছেন। জানা গেছে, তার বড় ছেলে প্রিন্স অব ওয়েলস গত সপ্তাহে করোনা পজিটিভ হয়েছিলেন। এরপর রানি তার সংস্পর্শে গিয়েছিলেন। সুত্রঃ বিবিসি।
রবিবার (২০ ফেব্রুয়ারি) বাকিংহাম প্যালেস থেকে একটি বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি।
বিবৃতিতে জানানো হয়েছে, রানি এখন করোনার হালকা ঠান্ডা-সদৃশ লক্ষণগুলো অনুভব করছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে রানি চিকিৎসা সেবা পেতে থাকবেন। পাশাপাশি সব উপযুক্ত নির্দেশিকা অনুসরণ করবেন বলেও জানানো হয়েছে।
রানি দ্বিতীয় এলিজাবেথ এরই মধ্যে করোনা প্রতিরোধী টিকার ৩টি ডোজ সম্পূর্ণ করেছেন। তাছাড়া গত বছরের অক্টোবরে নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তিনি হাসপাতালে এক রাত ভর্তি ছিলেন।
রানি দ্বিতীয় এলিজাবেথ করোনা পজিটিভ হওয়ায় প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করেছেন। টুইটারে বার্তায় তিনি বলেন, “সবার জন্য বলছি আমি নিশ্চিত যে মহারাণী কোভিড থেকে দ্রুত পুনরুদ্ধার করবে এবং প্রাণবন্ত সুস্বাস্থ্যের জন্য দ্রুত প্রত্যাবর্তন হবে।”
I’m sure I speak for everyone in wishing Her Majesty The Queen a swift recovery from Covid and a rapid return to vibrant good health.
— Boris Johnson (@BorisJohnson) February 20, 2022
সম্প্রতি ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করেছেন তিনি। সে সময় দেওয়া এক বার্তায় রানি ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ছেলে প্রিন্স চার্লস যখন রাজা হবেন তখন রানি হিসেবে পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা।