Sub Lead Newsজাতীয়

ধরে ফেললেন নারী সার্জেন্ট রেকসনা

গুলি করে পালাতে পারেনি সন্ত্রাসী

ঢাকা নিউজ হাব প্রতিবেদক:  নিজের জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে অস্ত্র, গুলি ও বোমাসহ কালা চাঁন ওরফে সবুজ (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করে প্রশংসায় ভাসছেন এই পুলিশের নারী সার্জেন্ট রেকসনা ।

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর সরকারি মহিলা কলেজের সামনে (বয়রা গার্লস কলেজ) সাইদুর রহমান শাওন নামে এক যুবককে লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এসময় সেখানে দুই কনস্টেবলসহ কর্তব্যরত পুলিশ সার্জেন্ট রেকসানা ছিলেন। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গ নিজের জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে গিয়ে সন্ত্রাসী সবুজকে জাপটে ধরেন তিনি। পরে তল্লাশি চালিয়ে সবুজের কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশি রিভলবার, একটি পিস্তল ও ১১ রাউন্ড গুলি ও হাত বোমা উদ্ধার হয় । পরে খালিশপুর থানায় তাকে হস্তান্তর করা হয় ।

ঘটনা সম্পর্কে রেকসনা বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই সন্ত্রাসীকে ধরেছি। দায়িত্ব পালনের সময় কখনই মনে হয় না আমি নারী। বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আমি। এটা ভেবেই দায়িত্বের সঙ্গে কাজ করি।

মাগুরার মেয়ে রেকসনার ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল ম্যাজিস্ট্রেট হওয়ার। ম্যাজিস্ট্রেট না হলেও পুলিশের একজন সদস্য হতে পেরে তিনি গর্বিত। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভের পর ২০১৭ সালের ৮ নভেম্বর খুলনা মেট্রোপলিটন পুলিশে সার্জেন্ট পদে যোগদান করেন রেকসনা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button