Top Newsজাতীয়

নতুন কূপে গ্যাসের সন্ধান ভোলায়

প্রতিনিধি ভোলা

নতুন কূপে গ্যাসের সন্ধান পেয়েছে ভোলা নর্থ-২। সোমবার সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় এই নতুন কূপ খনন শেষে পরীক্ষামূলক আগুন প্রজ্বলন করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আলী বলেন, তিন হাজার ৫২৮ মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্বলন করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এ কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। তবে ৭২ ঘণ্টার পর আমরা নিশ্চিত হতে পারবো এ কূপে কী পরিমাণ গ্যাস মজুত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button