
নরেন্দ্র মোদির শুভেচ্ছা পেয়ে খুশি বরিশালের তারকা গেইলবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানালেন ক্রিস গেইল ও জন্টি রোডসকে।
দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার জন্টি রোডস নিজের ছোট মেয়ের নাম রেখেছেন ইন্ডিয়া।
মোদি এক চিঠিতে ফিল্ডার জন্টিকে লিখেছেন, নিজের মেয়ের নাম আপনি ভারতের নামে রেখেছেন। ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দেশের ভালো সম্পর্কের দূত আপনি।
ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়েছেন ক্রিস গেইলও। বর্তমানে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলা গেইল বুধবার টুইট করেন, সকালে ঘুম থেকে উঠেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পেয়েছি। ভারতের সঙ্গে আমার সম্পর্কের কথা উল্লেখ করেছেন তিনি। ইউনিভার্স বসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।
ভারতীয় মানুষের কাছে ক্রিস গেইল খুবই পরিচিত নাম। বিশ্ব ক্রিকেটে রাজত্ব করার পাশাপাশি বছরের পর বছর আইপিএলে আধিপত্য বিস্তার করে চলেছেন এই ক্যারিবিয়ান তারকা। তবে এবারের আইপিএল নিলামে নেই গেইল।